০৪নং খোশবাস (দঃ) ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া (মোস্তফা)সভাপতিত্বে অত্র ইউনিয়নের সদস্য, গুনিজন এবং সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের নিকট এলাকার জনগন/ নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের নিকট নিন্ম লিখিত প্রত্যাশার কথা উল্ল্যেখ করেন।
Ø সামাজিক পর্যায়ে সুষ্ঠ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করন
Ø দারিদ্র বিমচন করন
Ø কৃষি ব্যাবস্থার উন্নয়ন ও কৃষি উপকরন বিতরন করা
Ø সমবায় সমিতি গঠনে সহায়তা প্রদান ও সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ঋন বিতরন করন।
Ø স্বাস্থ সম্মত পরিবেশ নিশ্চিত করন।
Ø বাল্য বিবাহ, বহুবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ করন।
Ø আর্সেনিক মুক্ত পানিয় জলের সরবরাহ নিশ্চিত করন।
Ø রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মন্দির উন্নয়ন।
Ø নারীর ক্ষমতায়ন, শিক্ষা ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান।
Ø পরিবার পরিকল্পনা বিষয়ে ব্যাপক প্রচার অভিযান চালানো।
Ø বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ অন্যান্য ভাতা বিতরনের স্বচ্চতা নিশ্চিত করন।
Ø শিশু শ্রম বন্ধকরে বিদ্যালয় মুখী করন।
Ø ইভটিজিং প্রতিরোধ করন।
Ø মদ, জুয়া এবং অসামাজিক কারয কলাপ প্রতিরোধ করন।
Ø নিরক্ষরতা দূর করনের জন্য বয়স্ক শিক্ষা কার্যক্রম চালুকরন।
Ø ইউ,পি এর সকল কাজে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করন।
Ø বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের সহায়তা প্রদান।
Ø তথ্য প্রযু্ক্তির ব্যাবহারে জনগনের স্বক্ষমতা বৃদ্ধি।
Ø স্বাস্থ বিষয়ের প্রচারের জন্য স্বাস্থ কর্মীকে সহযোগিতা প্রদান করা।
Ø ইউনিয়ন পরিষদের আওতাভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করন এবং প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করন।
Ø সকল তথ্য সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করন।
Ø সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে লিঙ্গ বৈষম্য দূরীকরন।
Ø সম্পদের সুষম বন্টন নিশ্চিত করন।
ইউনিয়ন পরিষদের প্রত্যাশা
দরিদ্রমুক্ত, সুশিক্ষা, সুস্বাস্থ্য, উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাষন, উন্নত প্রযু্ক্তিতে কৃষি উন্নয়ন, ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন এবং সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৈষম্য মুক্ত ও জবাব দিহিতা নিশ্চিত করে জনগনের সমন্বয়ে ইউনিয়নের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। যেখানে জনগন স্বচ্চল ভাবে ও নিরাপদে জীবন যাপন করার সুযোগ পাবে এবং জনগনের প্রত্যাশা ও প্রাপ্তির সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করার সুযোগ থাকবে।
পঞ্চবার্ষিকীর পরিকল্পনার আকার
২০১১-২০১৬ অর্থ বছরে খোশবাস (দঃ) ইউনিয়ন পরিষদের মোট ২.৫১ কোটি নগদ টাকা এবং ৭৬০ মেট্রিক টন খাদ্য সহায়তার প্রবাহ বিবেচনায় এনে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নগদ টাকার মধ্যে নিজস্ব উৎস হতে ৮% সরকারী কর্মসূচী/ অনুদান বাবদ ৯২% অর্থের প্রক্ষেপন করা হয়েছে।
সারণি – ১.২ – ০৪ নং খোশবাস (দঃ) ইউনিয়নের ২০১১-২০১৬ অর্থ বছরের আয় প্রবাহের প্রক্ষেপণ-------------
| ২০১০-১১ | ২০১১-১২ | ২০১২-১৩ | ২০১৩-১৪ | ২০১৪-১৫ | ২০১৫-১৬ |
ক. নিজস্ব উৎস (নগদ অর্থ) লক্ষ টাকা | ||||||
১. বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর | ১.৩০ | ১.৩০ | ১.৮২ | ১.৮২ | ১.৯০ | ১.৯৫ |
২. ব্যবসা, পেশা ও জীবিকার উপর কর | ০.২০ | ০.২৫ | ০.৫০ | ০.৫০ | ০.৫১ | ০.৫৫ |
৩. হাট বাজার ইজারা বাবদ প্রাপ্তি | ০.৮৩ | ০.৮৪ | ০.৮৫ | ০.৮৭ | ০.৮৯ | ০.৯০ |
৪. মোটরযান ব্যতীত অন্যান্য যানবাহনের উপর লাইসেন্স ফি | ০.২৫ | ০.২৫ | ০.৩০ | ০.৪০ | ০.৪১ | ০.৪৫ |
৫. জন্ম নিবন্ধন ফি হতে আয় | ০.২৫ | ০.৩০ | ০.৩০ | ০.৩৫ | ০.৩৫ | ০.৪০ |
উপমোট | ২.৮৩ | ২.৯৪ | ৩.৭৭ | ৩.৯৪ | ৪.০৬ | ৪.২৫ |
খ. সরকারী কর্মসূচী/ অনুদান (নগদ অর্থ) লক্ষ টাকা | ||||||
১. এলজিএসপি (থোক বরাদ্দ) | ৮.২৫ | ৯.১৭ | ১০.১২ | ১১.৪৫ | ১২.৫০ | ১৩.৫০ |
২. এডিপি (উপজেলা পরিষদ) | ৩.৬৬ | ৪.৫০ | ৫.৫০ | ৬.৫০ | ৭.৫০ | ৮.৫০ |
৩. ভূমি হস্তান্তর করের ১% বাবদ | ৫.৪৩ | ৬.৫৩ | ৭.৫০ | ৮.৫০ | ৯.৫০ | ১০.৫০ |
৪. ৮০ দিনের কর্মসূচী | ৬.৬৬ | ৯.৫৬ | ১১.০০ | ১২.২৫ | ১২.৭৫ | ১৩.০০ |
৫. সংস্থাপন | ৪.৫৪ | ৫.৭৮ | ৬.৩০ | ৭.৩ | ৮.৩ | ৯.৪০ |
৬. অনুদান (বার্ড)/অন্যান্য | ০ | ৫.০০ | ০ | ০ | ০ | ০ |
উপমোট | ২৮.৫৪ | ৪০.৫৪ | ৪০.৪২ | ৪৬.০০ | ৫০.৫৫ | ৫৪.৯০ |
সর্বমোট | ৩১.৩৭ | ৪৩.৪৮ | ৪৪.১৯ | ৪৯.৯৪ | ৫৪.৬১ | ৫৯.১৫ |
গ. সরকারী কর্মসূচী (খাদ্য সহায়তা) | ||||||
১. কাবিখা (ম.টন) | ৪০ | ৫০ | ৬০ | ৭৫ | ৯০ | ৯৫ |
২. টিআর (ম.টন) | ৪০ | ৪৫ | ৫০ | ৫৫ | ৬০ | ৭০ |
৩. ভিজিএফ | ১৫ | ১৮ | ২০ | ২৩ | ২৩ | ২৫ |
উপমোট (মে.টন) | ৯৫ | ১১৩ | ১৩০ | ১৫৩ | ১৭৩ | ১৯০ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS