৮ নং খোশবাস (দ:) ইউনিয়ন বরুড়া উপজেলা সদর থেকে ৪ কি: মি: উত্তরে অবস্থিত। ১৪টি গ্রামের সমন্বয়ে গঠিত ১০ কি: মি: আয়তনে উক্ত ইউনিয়নের উত্তরে ৩নং খোশবাস ইউনিয়ন, দক্ষিণে বরুড়া পৌরসভা, পূর্বে আগানগর ইউনিয়ন এবং পশ্চিমে চিতড্ডা ও ঝলম ইউনিয়ন অবস্থিত। ৪ নং খোশবাস (দ:) ইউনিয়নটি একটি জনবহুল ইউনিয়ন। অবস্থানের দিক থেকে উক্ত ইউনিয়নের পূর্বাংশ কিছুটা উঁচু এবং পশ্চিমাংশ কিছুটা নিচু। ফলে বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে এখানে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন হুমকির সম্মুখীন। এমতাবস্থায় স্থানীয় উন্নয়নের লক্ষ্যে ১৯৫৮ সালে যখন ইউনিয়ন বোর্ড গঠন করা হয় তখন খোশবাস ইউনিয়ন বোর্ড অফিস স্থাপিত হয়। ১৯৫৮ সালে ইউনিয়ন কাউন্সিল গঠিত হয় এবং পরবর্তীতে খোশবাসকে ৩নং উত্তর ও ৪নংদক্ষিণ খোশবাস ইউনিয়ন নামে বিভাজন করা হয়। তখন ইউনিয়নের কার্যক্রম ও নেতৃত্বের জন্য সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেন মুগুজী নিবাসী মরহুম রৌশন আলী সাহেব। ১৯৬৯ সালে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহেশপুর নিবাসী মরহুম জনাব আবু মিয়া সাহেব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS