৪নং খোশবাস দঃ ইউনিয়ন বরুড়া থানা থেকে উত্তর দিকে প্রায় ৩.৫০ কি. মি।
বরুড়া বাজার থেকে দুইটি পথে ইউনিয়ন পরিষদে যাওয়া যায়। চান্দিনা রোড থেকে সি এন জি যোগে মহেশপুর যাওয়া যায়। আবার বরুড়া সরকারী কলেজ রোড হইতে শুশুন্ডা হয়ে সি এন জি যোগে মহেশপুর আসা যায়। উভয় রাস্তা হয়ে আসার জন্য প্রতি জন যাত্রী ২০ টাকা ভাড়া দিতে হয়। এছাড়া দ্বিতীয় একটি মাধ্যম হচ্ছে রিক্সা। রিক্সা যোগে আসতে ৪০-৬০ টাকা খরচ পড়বে। ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা থাকায় যোগাযোগ ব্যাবস্থা অনেকটা ঝুকিপূর্ণ।
যে সকল পাকা রাস্তা রয়েছে তাদের অবস্থা খুবই নাজুক। উদাহরনসরূপঃ কাসেড্ডা থেকে জয়নগর যাওয়ার রাস্তা।মুগুজী থেকে মহেশপুর আসার রাস্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস